লাইফলাইনে করোনার থাবাঃ ওয়েবসাইটে নজর ,ব্যাপক হারে টিকিট বাতিল,৭৬টি এক্সপ্রেস

0

করোনা আতঙ্কে এখন ভারতের বিভিন্ন প্রান্ত নিজস্ব ভাবেই বন্ধ করে দিচ্ছে বহু দপ্তর। এবার রেল দপ্তরে পড়ল আতঙ্কের থাবা। এখনও পর্যন্ত মধ্য রেল ২৩টি ট্রেন বাতিল করেছে। দক্ষিণ মধ্য রেল ২৯টি, পশ্চিম রেল ১০টি এবং দক্ষিণ-পূর্ব রেল ৯টি ট্রেন বাতিল করেছে।

১)ইতিমধ্যেই বাতানুকুল বগিতে যাত্রীদের কম্বল দেওয়া বন্ধ করা হয়েছে।

২)তুলে নেওয়া হয়েছে পর্দা। এছাড়াও

৩)রেলের খাবারের মান বজায় রাখতে ক্যাটারিং কর্মীদের একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে।

৪)ইতিমধ্যেই ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে।