করোনার চিকিৎসায় ডাকাতি করছে বেসরকারি হাসপাতাল, সরব হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

0

বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্ব আজ নাজেহাল। তবে এই করোনা আবহে চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা বিল ধরাচ্ছে বেসরকারি হাসপাতালগুলো।

এই অসহায় পরিস্থিতিতে ফায়দা নিচ্ছে বেশকিছু বেসরকারি চিকিৎসা কেন্দ্র। এবার এই ধরনের ফেসবুক পোস্ট করে বেসরকারি হাসপাতালের কাণ্ডকারখানার বিরুদ্ধে সরব হলেন কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

করোনা চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলো যা করছে তা একধরনের ডাকাতি। এমনটাই কটাক্ষ করেছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু দাবি করে জনমত গড়ে তোলার কথাও বলেছেন অভিনেত্রী।

অভিনেত্রী পোস্টে লিখেছেন, ‘কভিড চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালগুলো লক্ষ লক্ষ টাকার প্যাকেজ রাখছে। রীতিমতো ডাকাতি বলা যায়। অথচ, সরকারি ব্যবস্থাপনায় একই চিকিৎসার খরচ অনেক কম। কিন্তু, সাধারণ মানুষ হয়রান হচ্ছে সরকারি হাসপাতালের রেফারের গোলকধাঁধায়।

১. সমস্ত হাসপাতালের কভিড চিকিৎসা সরকারি এক্তিয়ারে নিয়ে আসা হোক।

২.কোভিড হাসপাতালগুলি ইন্টারলিংক রাখুক যাতে কোন হাসপাতালে ক’টা বেড পাওয়া যাচ্ছে, প্রত্যেকের কাছে খবর থাকে।

৩. কোনো রোগীকেই ফেরানো যাবেনা। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য ও চিকিৎসার দায় কিন্তু সরকারের। এটা আমরা এবং সরকার উভয়েই ভুলতে বসেছি।

৪. রোগী পিছু ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর অনুপাত(রেশিও) আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের আরো অনেক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী দরকার। সেদিকে লক্ষ্য রেখে সরকারি উদ্যোগে আরো মেডিকেল কলেজ ও নার্সিং ট্রেনিং কলেজ গড়ার পরিকল্পনা চাই।