করোনা পরিস্থিতি নিয়ে মমতার বিরোধিতা করে টুইট সূর্যকান্ত মিশ্রের

0

রাজীব ঘোষ:- করোনায় মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে।এটা অবিলম্বে প্রত‍্যাহার করতে হবে।টুইটারে লিখেছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।গত কয়েকদিন ধরে রাজ‍্যে করোনা পরিস্থিতি নিয়ে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো।এর আগে বিজেপিও রাজ‍্যের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ করেছে।বামেরাও সেই একই অভিযোগ করছে।

সিপিএমের রাজ‍্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র টুইটারে লিখেছেন, বিশেষজ্ঞদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয় বলে তাদের কাজের স্বাধীনতা গুরুত্বপূর্ণ।সরকারি সার্কুলারে মৃত্যুর কারণ অনুসন্ধান পদ্ধতি নির্দিষ্ট থাকলে বিশেষজ্ঞ কমিটির পক্ষে স্বাধীনভাবে কাজ করা অসম্ভব।করোনাতে মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে।এটা প্রত‍্যাহার করতে হবে।

 

নবান্নে বৈঠকে মুখ‍্যমন্ত্রী বলেছেন, রাজনৈতিক দলের আইটি সেল ভুয়ো খবর ছড়াচ্ছে।এটা রাজনীতির সময় নয়।সোমবার বেলা বারোটা পর্যন্ত রাজ‍্যে ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।