আপাতত নিয়ন্ত্রণে রাজ‍্যের করোনা পরিস্থিতি, ১২ সদস‍্যের কমিটি গঠন রাজ‍্যের

0

রাজীব ঘোষঃ- রাজ‍্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন একজন।এই মূহুর্তে রাজ‍্যে ২৫ হাজার ৯৬ জনকে গৃহ-পর্যবেক্ষণে রাখা হয়েছে।নতুন করে ২৪ জনকে গৃহ-পর্যবেক্ষণে যাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।প্রসঙ্গত, রাজ‍্যে করোনা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। ৭৩ জন ভর্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

রাজ‍্য স্বাস্থ্য দফতর করোনা মোকাবিলায় ১২ সদস‍্যের বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।কমিটিতে ২ জন স্বাস্থ্যকর্তা,৫ জন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক এবং ৫ জন বেসরকারী বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।বিশ্বমারী করোনার সঙ্গে যুঝতে কী করা উচিত, কী করা উচিত নয়, পরিকাঠামো, চিকিৎসা ব‍্যবস্থা সহ সবকিছু নিয়ে সরকারকে এই কমিটি পরামর্শ দেবে।করোনা মোকাবিলায় এই কমিটিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

করোনার তৃতীয় পর্যায় বা সামাজিক সংক্রমণ রুখতেই ১৪ ই এপ্রিল মধ‍্যরাত পর্যন্ত প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করেছেন।করোনার যুদ্ধকে মহাভারতের চেয়েও কঠিন যুদ্ধ বলে উল্লেখ করেছেন মোদী।রাজ‍্যে এখনো পর্যন্ত মোট ২৬৯ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে ১০ টি রিপোর্ট পজিটিভ হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ৫৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল।তাদের মধ্যে ২৭ জনের রিপোর্ট এসেছে।২৬ জনের রিপোর্ট নেগেটিভ।

[দয়াকরে করোনা মোকাবেলায় সরকারকে সাহায্য করুন, গৃহবন্দি হয়ে থাকুক , আপনার গৃহবন্দিতে রক্ষা পেতে পারে মানবজাতি , রাজ্য ও কেন্দ্রীয় সরকার ও পুলিশ প্রশাসন নিজের সব শক্তি দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে , শুধু আপনাদের সহযোগিতার দরকার । এখন কিছু মানুষ লকডাউনের নিয়ম অমান্য করে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছে , তাদেরকে গৃহবন্দি করা আপনার দায়িত্ব , দয়াকরে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন  ]