করোনা আতঙ্ক, রাজ‍্য বিধানসভায় জারি সতর্কতা

0

রাজীব ঘোষঃ-বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে ২৬শে মার্চ।সেই অধিবেশনের আগে বিধানসভার স্পিকার বিমান বন্দ‍্যোপাধ‍্যায় বাড়তি সতর্কতা জারি করলেন।এবার থেকে বিধায়কেরা ১ জনের বেশি সঙ্গী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না।

সংবাদ মাধ্যমের ক্ষেত্রে ২ জনের বেশি সাংবাদিককে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।পাশাপাশি গ‍্যালারিতেও দর্শক সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে।করোনা সতর্কতা হিসেবে রাজ‍্যের একাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

খড়্গপুর আইআইটি-র পক্ষ থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত পঠনপাঠন বাতিল করা হয়েছে।এমনকি বিশ্বভারতীর পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।কলকাতার বেশ কিছু স্কুল জ্বর, সর্দিকাশি থাকলে পড়ুয়াদের আসতে নিষেধ করেছে।

সাউথ পয়েন্ট, লা মার্টিনিয়ার সহ অন্যান্য স্কুলগুলি এই নির্দেশিকা জারি করেছে।সংক্রমণ জনিত সমস্যার পর চিকিৎসকের সুস্থ শংসাপত্র নিয়ে পড়ুয়াদের আসতে বলা হয়েছে।স্বাভাবিক ভাবেই এবার করোনা সতর্কতা জারি করা হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়।