করোনা প্রভাবঃ সময় পরিবর্তন নিয়ে চিন্তিত অলিম্পিক কর্তৃপক্ষ! আইপিএল নিয়ে পজিটিভ কথা সৌরভের মুখে

0

সমাচার ডেস্ক: আইপিএল-এর মরশুম সামনে চলে এসেছে। যেখানে দেশ-বিদেশের বহু খেলোয়ার প্রায় দু’মাস ধরে একসাথে বিভিন্ন হোটেল থেকে মাঠ দৌড়োদৌড়ি করবে। খেলার সূত্রএ কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এখানে করোনাভাইরাস এর দাপট গোটা বিশ্বে থাবা বসাচ্ছে। এভাবে করে গোটা প্রোগ্রামকে এক জায়গায় সুরক্ষিত করা কিভাবে সম্ভব? কিন্তু এ বিষয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কিন্তু তার পসেটিভ মানসিকতা দেখিয়েছে। এবং তিনি দাবি করেছেন আইপিএল হবেই।” বিভিন্ন টিম বিদেশে  খেলতে যাচ্ছে।

আমাদের দেশে সেরকম ভাবে কোনো সমস্যা নেই।” যদিও চাপে পরে করোনা ভাইরাসের জন্য টোকিও অলিম্পিক পেছানোর কথা ভাবছে অলিম্পিক কর্তৃপক্ষ। আইপিএল কর্তৃপক্ষ কড়াভাবে নজর দেবেন বিদেশী এবং দেশি খেলোয়াড়দের ওপর। ইংল্যান্ড টিম  এখন শ্রীলংকা সফরে আছে।আগামী ২৯ শে মার্চ শুরু হবে আইপিএল ।প্রায় দুমাস চলবে আইপিএল ।