করোনা সংক্রমন , মৃত্যু সৌদি যুবরাজের !

0

#আরব:- করোনা ভাইরাসে থেকে রেহাই নেই অর্থবানদেও । করোনা সংক্রমনের পর মৃত্যু সৌদি যুবরাজের । ইতিমধ্যেই সৌদি আরবের রাজপরিবারে করোনায় আক্রান্ত অনেক সদস্য । এর মধ্যে সংক্রমিত হওয়া এই ভাইরাসে এক যুবরাজের মৃত্যু হয়েছে।

জানাগিয়েছে, এক সৌদি রাজপুত্র অনেক দিন ভাইরাসটির সঙ্গে লড়াইয়ের পর অবশেষে মারা গেছে , এমনটি জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়েছে । এক প্রতিবেদনে জানানো হয়েছে, মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার যুবরাজ সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। 

এর আগে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক অনলাইন প্রতিবেদনে জানায়, রাজধানী রিয়াদের গভর্নর ফয়সাল বিন বানদার বিন আবদুল আজিজসহ সৌদি রাজ পরিবারের প্রায় দেড়শ যুবরাজের দেহে মহামারি করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত করা হয়েছে।