সমাচার ডেস্ক: ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ ৭৩তম প্রজাতন্ত্র দিবসে । আজ (বুধবার) ধুমধাম করে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস রাজধানী দিল্লির রাজপথে। তবে করোনা আবহয়ে এবার খুব বেশি মানুষ অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও এবার বিশেষ অতিথির তালিকায় যাদের নাম আছে তাদের কথা শুনে গর্ববোধ করবেন
এবার ৫৬৫ জনকে বিশেষ আমন্ত্রিত করা হয়েছে, যার মধ্যে ২৫০ জন নির্মাণ শ্রমিক, ১১৫জন স্যানিটেশন কর্মী এবং ১০০ অটোরিকশা চালক এবং ১০০জন স্বাস্থ্যকর্মী রয়েছে।৭৩তম প্রজাতন্ত্র দিবসে, এ বার শুধুমাত্র সীমিত মানুষই মূল অনুষ্ঠান দেখতে পারবেন। পুলিশের নতুন নির্দেশিকা অনুসারে, প্যারেডে কেবলমাত্র সেই ব্যক্তিদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে যারা ভ্যাকসিনের উভয় ডোজ নিয়েছেন।
এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যাঁদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ৫২ বছর বয়সী স্যানিটেশন কর্মী অশোক কুমারও। অশোক কুমার গত ২৫ বছর ধরে নতুন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন স্যানিটেশন কর্মী। স্ত্রী ও তিন সন্তান নিয়ে গাজিয়াবাদে থাকেন তিনি। যদিও তিনি দিল্লির কনট প্লেটে কাজ করেন, তবুও তিনি আজ পর্যন্ত কখনও প্রজাতন্ত্র দিবস উদযাপন দেখেননি।