সাম্রাজ্যবাদ এর কর্মফলঃ আচমকা গালওয়ান নদীর বেড়ে গেল জল; ধুয়ে মুছে সাফ চীনের সেনা ছাউনি

0

সমাচার ডেস্ক: এলাকায় তাপমাত্রা বাড়ছে। ওই আধিকারিক বলেন, “খুব দ্রুত বরফ গলছে। তাই এই মুহূর্তে নদীর পাশের কোনও জায়গা সুরক্ষিত নয়।” তিনি আরও বলেন, উপগ্রহ চিত্র ও ড্রোন চিত্রে দেখা গিয়েছে, গালওয়ান নদীর পাশে তৈরি করা চিনা সেনার তাঁবু বন্যার জলে ধুয়ে গিয়েছে।

ভারত চীন সম্পর্কে দোলাচলের মধ্যেই পাকিস্তান ও বাংলাদেশে বিভিন্নভাবে সীমান্তকে উত্তপ্ত রাখার চেষ্টা করছে চীনের অঙ্গুলিহেলনে। কিন্তু প্রবাদে আছে ঈশ্বরের মার শেষ রাতে। আর সত্যিই যদি তাই হয়ে থাকে সাম্রাজ্যবাদী ও একনায়কতন্ত্রের কিন্তু এবার পিছু হটতে বাধ্য হচ্ছে।

উপগ্রহ চিত্রে ধরা পড়ছিল গালওয়ান উপত্যকা বরাবর ছাউনি ও বাঙ্কার তৈরি করছে চিনা সেনা। গালওয়ান নদীর পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে এই ছাউনি বানিয়ে ছিল তারা।

মোতায়েন করেছিল অতিরিক্ত সেনা। তারা সেখানেই কিছু সেনা ছাউনি তৈরি করেছিল এবং কালো ত্রিপল গুলি ও ধরা পড়েছিল উপগ্রহ চিত্রে। কিন্তু সম্প্রতি সেই এলাকা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে চিনা সেনা। কারণ গালওয়ান নদীতে জল বাড়ায় তার দু’পাশের এলাকা প্লাবিত হয়েছে। তাই বাধ্য হয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি।