আসছেঃ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন পৃথিবীর বুকে আছড়ে পড়বে গ্রহাণু! চরম সর্তকতা NASA 

0
Burning asteroid moving through the Earth. Digital illustration.

সমাচার ডেস্ক: পৃথিবী কি ধ্বংস হবে? এ নিয়ে বহু সিনেমা হলিউডের পর্দায় সিনেমাপ্রেমীদের চোখ ধাঁধিয়ে রেখেছিল । একের পর এক সাংঘাতিক বিশ্ব দেখেছিল সিনেমাটোগ্রাফির দুনিয়ায় । কিন্তু এবার বাস্তবে কি তাই হতে চলেছে? তেমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন নাশা। তবে এ দিনক্ষণ ঠিক হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন। অবাক হবার কিছু নেই এই গ্রহাণু আকার হয়তো একটি গাড়ির সমান হবে।

এর আগে বহুবার এসেছে পৃথিবীর কাছ দিয়ে ঘেঁষে চলে গিয়েছে। এবারও কি তাই হবে? নাকি ধাক্কা মারবে পৃথিবী কে। এ নিয়ে কোনো সংশয় রয়েছে? তবে এর প্রভাব খুব গভীর হবে না তা জানিয়ে দিয়েছে বিজ্ঞানীরা । 3 নভেম্বর আমেরিকার ভোট তার আগেই এই বিপত্তি।

কিন্তু নজরে থাকছে বিজ্ঞানী তথা সমস্ত বিশ্ববাসীর। তবে কি এই গ্রহাণু? সামান্য একটু জেনে নেওয়া যাক. । এই গ্রহাণুকে প্রথমবার ২০১৮ সালে ক্যালিফর্নিয়ার পালোমর পর্যবেক্ষণাগার চিহ্নিত করেছিল।

নাসা জানাচ্ছে যে, এই গ্রহাণু টক্করে সম্ভাব্য তিনটি প্রভাব হতে পারে। তবে মার্কিন স্পেস এজেন্সি ২১ টি পর্যবেক্ষণের ভিত্তিতে ১২.৯৬৮ দিনের ব্যবধান নির্ধারিত করেছে, তাঁদের গবেষণা অনুযায়ী, এই গ্রহাণুর টক্করে পৃথিবীতে খুব একটা গভীর প্রভাব পড়বে না।