মুখ্যমন্ত্রীর গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে ! আজ ফের সিটি স্ক্যান !

0

সমাচার ডেস্ক: ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।নেত্রীর গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে মেডিক্যাল বুলেটিনে এ কথা জানিয়েছে এসএসকেএম হাসপাতাল ।আজ আবারও হবে সিটি স্ক্যান ৷ আপাতত নেত্রীর পায়ে প্লাস্টার করা হয়েছে ৷ তবে আজি খুলে দেওয়া হতে পারে ৷

 মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে এক বিশেষ মেডিক্যাল বোর্ড ৷ তিনি এখন ভর্তি রয়েছেন কলকাতার এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ।গতকাল (বুধবার) নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়।

 হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী , গতকাল এসএসকেএম-এ নিয়ে আসার পরই তাঁর ( মমতা বন্দ্যোপাধ্যায়) পায়ের এক্স রে করা হয় ৷ তবে সেই এক্স রে রিপোর্ট পাওয়ার পরও পায়ের আঘাত কতটা গুরুতর তা নিয়ে সন্দেহ ছিল চিকিৎসকদের তাই শেষ পর্যন্ত আবার তাকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় ৷

সেখানে এমআরআই করা হয় তারপর একটা নাগাদ ফের উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ৷ সূত্রের খবর অনুযায়ী আজ আবার সিটি স্ক্যান করা হতে পারে।