নাগরিকত্ব বিল নিয়ে ভারতের অনেকাংশে যখন বিক্ষোভের আগুন জ্বালাচ্ছে নাগরিকদের একাংশ। তখনই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর এবিষয় নিয়ে মোদির বিরোধিতা করতে আরম্ভ করেছেন। বিরোধী দলগুলো তো শীতঘুম কাটিয়ে অনেকটা স্বস্তি পেয়েছেন এই বিলের বিরোধিতা করার মধ্যে দিয়ে। কারণ এর আগে কোন বিষয়ে সঠিকভাবে বিরোধিতা করবে তারা খুজে পাচ্ছিলেন না। কিন্তু এবার বিজেপির ঘরের মধ্যে থেকে দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্কের মাঝে চন্দ্র বোস বলেছেন, ওই আইনের সঙ্গে যদি ধর্মের সম্পর্ক নাই থাকবে, তাহলে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টানদের কথা উল্লেখ করা আছে কেন? মুসলমানদেরই বা ওই তালিকায় ঢোকানো হচ্ছে না কেন? এ ব্যাপারে স্বচ্ছতা থাকা উচিত।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়ে দিয়েছেন, বিহারে এনআরসি করবেন না। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও একই কথা জানিয়েছেন। শিরোমণি অকালি দল দাবি করেছে, উদ্বাস্তু মুসলিমদেরও নাগরিকত্ব দেওয়া হোক।