চীনা পণ্য কে ঘাড় ধাক্কা ভারতীয় বীর জওয়ানদের! সীমান্তে অস্ত্রশস্ত্রে নয় ভাতে মারার ভিডিও ভাইরাল

0

সমাচার ডেস্ক: ঝড়ঝাপটা যুগের প্রায় শুরুর দিকে এখন পৃথিবী। এজন্য করোনা বিপ্লব এর এক অন্যতম মুহূর্ত। এর মধ্যে অন্যতম হিসেবে দানা বাঁধছে চীন ভারতের বর্তমান সম্পর্ক। দুইবেলা চাপানউতোর চলছে দুই রাষ্ট্রের মধ্যে। আর এর মধ্যেই সেনা জওয়ান নতুন বার্তা।

উত্তর কাশ্মীরের ১১৭ নং ব্যাটেলিয়নের জওয়ানরা মেড ইন চাইন প্রোডাক্ট বয়কটের ডাক দিয়েছেন। খাদ্য সামগ্রী থেকে শুরু করে, পোশাক, ইলেকট্রনিক্স সমেত সমস্ত চাইনা প্রোডাক্ট বয়কট করার জন্য সরব হয়েছেন ওনারা। এদিকে একাধিক বার ভারতীয় জনগণরা চীনের অ্যাপসগুলোকে বাদ দেবার জন্য আবেদন জানিয়ে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় এখন চলছে জোর চর্চা নেট পাড়ায়।

জওয়ানদের একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় যে, সিআরপিএফ জওয়ানরা চিনের বিরুদ্ধে সরব হয়ে একযোগে চিনা পণ্য বহিষ্কার করার প্রতিজ্ঞা নিচ্ছেন। প্রতিও সেনা জওয়ানদের মধ্যে এমন আগ্রাসী মনোভাব অতীতে কবে দেখা গিয়েছিলো তা হয়তো মনে করতে হবে। কিন্তু বর্তমান ভারত নির্ভরশীলতার প্রতীক। এবং তার তর্জনী যে সর্বদা চীনকে ভয়ের বাতাবরণের মধ্যে রাখে তা সীমান্তে দূরবীন দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে।