চীনের দালালি ; পদের লোভ; নেপালের প্রধানমন্ত্রী ছাড়তে চাইছে না গদি; ক্ষোভে ফুঁসছে দলের নেতারা ও সাধারন মানুষ

0

সমাচার ডেস্কঃ- শাসকের পদে থাকার লোভ সামলাতে পারছে না নেপালের প্রধানমন্ত্রী। একদিকে চীনের হয়ে দালালী করে নিজের কোষাগার ভরেছে অন্যদিকে দেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ক কেউ তলানীতে পৌঁছে দিয়েছে। যাতে ক্ষেপে গেছে সেখানকার সাধারণ মানুষও।

আরো পড়ুন :-গলায় গলায় বন্ধুত্বের খেসারত গুনছে নেপাল , চিনের কাছ থেকে সস্তায় বিমান কিনে সব নষ্ট!

 

বিরোধীরা শাসক নেপাল কম্যুনিস্ট পার্টির নয় সদস্যের সেন্ট্রাল সেক্রেটরিয়েটের বৈঠকে মিলল না সমাধানূত্র। শাসক দলের দুই চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ওলি ও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডের মধ্যে রাজনৈতিক রেশারেশির জেরেই তৈরী হয়েছে এই পরিস্থিতি।নিজের দলের অন্দরের মধ্যে তার বিরুদ্ধে সুর উঠেছে চরমভাবে।

 

মূলত ওলির কাজ করার পদ্ধতি ও তাঁর ভারত বিরোধী এজেন্ডার জন্যেই তাঁকে সরাতে চায় প্রচণ্ড শিবির। তাঁর রাজনৈতিক বিরোধীরা ভারতের সঙ্গে একযোগে কাজ করছেন, এই কথা বলে আরও লোকজনকে চটিয়েছেন ওলি। তবে সহজে পদ ছাড়তে নারাজ ওলি।  তবে এই পদের প্রতি তার লোভ চিরকাল।