সমাচার ডেস্কঃ- নেপালের কৃষি মন্ত্রকের সার্ভে ডিপার্টমেন্ট থেকে একটি তালিকা তৈরি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অন্তত ১০ টি জায়গায় একট একটু করে ঢুকে পড়ার চেষ্টা করছে চিন, যাতে মোট ৩৩ হেক্টর জমি দখলের প্রচেষ্টা চলছে। এমনকি সেখানেও চিন নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে জমি দখল করার চেষ্টা করছে বলে জানিয়েছে নেপাল। রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
নেপালের হুমলা জেলায় বাগদারে খোলা নদী ও কারনালি নদীর গতিপথ ঘুরিয়ে অন্তত ১০ হেক্টর জমিতে দখলদারি চালাচছে চিন। এছাড়া রাসুয়া জেলায় ৬ হেক্টর জমির উওর এই দখলদারির প্রচেষ্টা চলছে। তবে একদিকে যখন পাকিস্তানকে ক্রীতদাসে পরিণত করেছে চীন তখন নেপাল কে তাদের ভৃত্যে পরিণত করতে চাইছে।
বাংলাদেশে কেউ ঘুষ দেওয়ার চেষ্টা অনবরত করে চলেছে ড্রাগনের দেশ। কিন্তু ভারতের ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি কিন্তু অন্য কথা বলে। আত্মনির্ভর ভারত যুদ্ধ চায় না কিন্তু প্রধানমন্ত্রীর নদী সরাসরি প্রশ্ন করে দিয়েছেন কড়া ভাষায় যদি চিন্ অয়ায়ে পা লাগিয়ে ঝগরা করে তবে তার খেসারত দিতে হবে প্রতি মুহূর্তে।