সমাচার ডেস্ক: রাজনীতি যখন কোন এক সীমাকে পেরিয়ে যায় তখন সেখানে বিশ্ব রাজনীতি প্রভাব বিস্তার করে দেশীয় রাজনীতিতে। হ্যাঁ এমনটা প্রায় বৃহৎ দেশগুলোর ক্ষেত্রে ঘটেই থাকে। তেমনি এবার ভারতের রাজধানী দিল্লির কুরসী নির্বাচনে চিন তার মনোভাব পোষণ করল।
গ্লোবাল টাইমস মোদী সরকারের বিরোধ করেছে এবং কংগ্রেসের সমর্থন করেছে। গ্লোবাল টাইমস ভারতের রাজনৈতিক ক্ষমতা থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা সরকারকে সরিয়ে কংগ্রেস ক্ষমতায় আসার ইচ্ছা প্রকাশ করেছে। আর এখানেই শুরু হয়েছে জোর রাজনৈতিক দ্বন্দ্ব ।
গ্লোবাল টাইমস চীনের সরকার দ্বারা পরিচালিত এবং এই সাংবাদ মাধ্যম এখন প্রকাশ্যে কংগ্রেসের সমর্থন করেছে। কিছুদিন আগে রাহুল গান্ধী ও চীনের সীমান্ত সমস্যা নিয়ে মুখ খুলেছেন চীন না-কি ভারতের অনেক জমি অধিগ্রহণ করে নিয়েছে ।সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছে ।
PM Narendra Modi and the BJP face huge pressure amid border tensions with China, as the Indian National Congress is waiting for a chance to shake the BJP's rule by heavily criticizing failed domestic governance and risky foreign policy: expert https://t.co/DtCTezWj3p pic.twitter.com/XTXfHHvaSa
— Global Times (@globaltimesnews) September 5, 2020
কিন্তু নরেন্দ্র মোদি সরকার যখন দেশাত্মবোধের তত্ত্বে গোটা দেশকে এক মন্ত্রী বেঁধে রাখতে চাইছেন সেইসময় চিনের এই অতিরিক্ত নাক গলানো ও পক্ষান্তরে সোনিয়া কংগ্রেসকে সামনেথেকে নেতৃত্বে এগিয়ে দেওয়া কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ।