চীনের দাদাগিরি খতমঃ মহাশক্তিশালী F-35 ফাইটার জেট ভারতকে দিতে প্রস্তুত আমেরিকা

0
Capt. Andrew “Dojo” Olson, F-35A Lightning II Demonstration Team pilot, performs over Miami Beach, Fla., May 24, 2019. Olson performed the demo in preparation for the Miami Beach Air and Sea Show. (U.S. Air Force photo by Staff Sgt. Jensen Stidham)

সমাচার ডেস্ক: 1962 এর ভারত যে বর্তমান ভারত নয় তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন ড্রাগনের দেশ। আর এবার আত্মনির্ভর ভারত দেখিয়ে দিচ্ছে চীনকে যে যুদ্ধে নামবার আগে তাদেরকে যে মাঠের বাইরের মানসিক লড়াইতেও জিততে দেবেনা ভারতের তিন রক্ষাবাহিনী।

চীন এবং ভারত এখন পরস্পর যুযুধান দুই পক্ষ মোদী সরকারের কূটনীতি ভারতের কাজে আসছে। এখন খবর আসছে যে আমেরিকা নিজের অত্যাধুনিক ফাইটার জেট F-35 ভারতকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বর্তমান সময়ে যখন ভারত লাদাখ সীমান্তে তার সেনা মোতায়েনের জন্য ব্যস্ত তখন ভারতের পাশে দাঁড়াতে আমেরিকা মোটেও পিছুপা হয়নি।

আমেরিকার সিনেটে দীর্ঘ সময় বিতর্ক চলার পর এই প্রস্তাব পাশ হয়েছে। প্রথমত জানিয়ে দি, F-35 ফাইটার জেট পঞ্চম জেনারেশনের ফাইটার জেট। যার সামনে চীনের কোনো জেট টিকতে পারা অসম্ভব। F-35 ফাইটার জেট চীনের বেজিং, সংঘাই পর্যন্ত ঢুকে স্ট্রাইক করার ক্ষমতা রাখে এবং চীনের রাডার এই জেটকে কোনোভাবেই ধরতে সক্ষম নয়। যার ফলে চীনকে খুব স্বাভাবিকভাবেই জব্দ করা যাবে এমনটাই মনে করছে সামরিক মহল।