শক্তিধর ভারতের ছোবলের মুখে চীন! সীমান্তে QRSAM মিসাইল মোতায়েন করল ভারত! টার্গেট বেজিং

0

সমাচার ডেস্ক: বারবার করে ভারত-চীন সংঘর্ষের ফলে এবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে সীমান্ত সমস্যা। ভারত রাশিয়া চীন এর মধ্যেও সমাধান সূত্র বের না হওয়ায় ভারত কিন্তু নিজের আক্রমণাত্মক মনোভাব বজায় রাখছে।

যে চীন ভারতকে পর্যদুস্ত করে দিবে ভেবেছিল সহজেই কিন্তু বিশ্ববাজারে ভারতের আত্মনির্ভরতা অনেকটা ড্রাগনকে দশ পা পিছিয়ে যেতে বাধ্য করেছে।QRSAM ডিফেন্স সিস্টেম নিমেষে চীনের ফাইটার জেটকে ধ্বংস করার ক্ষমতা রাখে। একই সাথে এই ডিফেন্স সিস্টেম অত্যন্ত দ্রুতগতিতে কাজ করার জন্য খ্যাত।

QRSAM মিসাইল সম্পূর্ণ স্বদেশী। এছাড়াও ভারত ইজরায়েল থেকে নেওয়া হেরণ ড্রোন মোতায়েন করেছে। সীমান্তে ভারতীয় সেনার তিনটি ডিভিশন ও চাইনিজদের আতঙ্ক মাউন্টেন ফোর্সকেও লাগিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে স্যাটেলাইটের মাধ্যমে চীনের সৈনিকদের আরো মোতায়েন হওয়া চোখে পড়ছে ভারতের। কোন মতেই মেনে নিতে পারছে না ভারত। রাজনাথ সিং থেকে আরম্ভ করে সমস্ত দপ্তর থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে চীনকে।