#বাংলাদেশ :- করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারের জন্য এখন বিশ্বের সবচেয়ে বড় দেশগুলো তাদের বড় বড় বিজ্ঞানীদের এক টেবিলে বসেছে এই সমস্ত কর্মকান্ডের মধ্যে আমেরিকা চীন ভারত থেকে আরম্ভ করে প্রত্যেকে সামিল হয়েছে এবার যে নামটি শামিল হচ্ছে তার নাম বাংলাদেশ এমনই খবর এসেছে সেই দেশের সংবাদ মাধ্যম থেকে ।
ঔষধ প্রশা’সনের দেয়া তথ্য মতে সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাজ্য ও চীনের স’ঙ্গেই কাজ করবে বাংলাদেশ। বিশ্ব ম’হামা’রির এই সময়ে এমন গবেষণার অংশ হওয়া বাংলাদেশকে করোনা মো’কাবিলায় একধাপ এগিয়ে রাখবে এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।
এদিকে যদি ক্ষয়ক্ষতির পরিমাণ সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে প্রচুর পরিমাণ আর্থিক প্যাকেজের প্রয়োজন রয়েছে যা কতটা রয়েছে সেই দেশটির তা ভাববার বিষয়।
যুক্তরাজ্যের স্বা’স্থ্য বিশেষজ্ঞ ডা. জাকের উল্লাহ বলেন, “যারা এ ভ্যাকসিন ট্রায়ালে যাচ্ছে তাদের অবশ্যই ফান্ডের দরকার। আমি জানি এই ফান্ড ইন্টারন্যাশনার সংগঠনগুলো দেবে। যদি কোনো জনগোষ্ঠী এ ট্রায়াল থেকে ক্ষ’তিগ্রস্ত হয়, তাহলে কি ব্যব’স্থা নেয়া হবে, সে প্রস্তুতি যেন থাকে।”