দেখুন কোহলি-বুমরাহের নজর কারানো সিক্স প্যাক ! মুগ্ধ যুবরাজ!

0

ওয়েব ডেস্কঃ এক নজর কারানো ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল । বুধবার অ্যান্টিগুয়ার জলি সৈকতে টেস্ট সিরিজ শুরুর আগের দিন ‘বিচ পার্টি’ করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর সতীর্থরা। ওয়েস্টিনডিজের সঙ্গে টেস্ট খেলার আগে এভাবেই সময় কাটাল টিম ইন্ডিয়া। সেই পার্টির ছবিতে বিশেষ নজর কেড়েছে বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাহর সিক্স প্যাক অ্যাবস। সোশ্যাল মিডিয়ায় বহু গুণমুগ্ধের দলে রয়েছেন যুবরাজ সিংও। তিনি টুইটে প্রশংসা করেন দুই তারকার ফিটনেসের। বুধবারই ছবিটি শেয়ার করেন বুমরাহ। এরই মধ্যে সেটি ৬,৭২ হাজারেরও বেশি লাইক পড়েছে।