বাংলার পাশে কেন্দ্র! কোভিড মোকাবিলায় মমতার আরও অর্থের দাবি,তৎক্ষণাৎ ৪১৭ কোটি টাকা মঞ্জুর মোদি সরকারের

0

সমাচার ডেস্ক: এইসময় চলছিল ভিডিও কনফারেন্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এর আগেও বহুবার হয়ে গেছে করো না পরবর্তী পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স। কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থের দাবি করে বসেন তা কথা রাখতে মোটেও পিছুপা হয়নি কেন্দ্র। তৎক্ষণাৎ ব্যবস্থা নেন মোদি সরকার। ঘণ্টাখানেকের মধ্যেই রাজ্য কে অর্থ দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র।

মঙ্গলবার বিকালে অর্থমন্ত্রকের এক নির্দেশিকায় জানানো হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে দেশের ১৩ রাজ্যের রাজস্ব ঘাটতি পূরণ অনুদান বাবদ দেওয়া হচ্ছে মোট ৬,১৫৭.৭৪ কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গের ঘরে আসবে ৪১৭.৭৫ কোটি। তবে শুধু এই তালিকা যে পশ্চিমবঙ্গে রয়েছে এমনটা নয় আরো অনেক কয়টি রাজ্য রয়েছে।

মোদির ভাষণ উঠে এসেছে সেই প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ ছাড়াও ওই অর্থ প্রাপক রাজ্যগুলির তালিকায় রয়েছে অন্ধ্র, অসম, হিমাচলপ্রদেশ, কেরল, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ডের মতো রাজ্য।

তবে কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকা আদায় করবার জন্য মমতা ব্যানার্জি বারবার সোচ্চার হয়েছিলেন। এমনকি আমফান পরিস্থিতি সময়ও তিনি কেন্দ্রের বিরুদ্ধে টাকার কথা বলেছিলেন। এবং সাথে সাথে নরেন্দ্র মোদী তাকে টাকা পাঠিয়ে দিয়েছেন।

কেন্দ্রের থেকে রাজ্য ৫৩ হাজার কোটি টাকা পাবে। অথচ করোনা রুখতে কেন্দ্রের কাছ থেকে মাত্র ১২৫ কোটি টাকা মিলেছে। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রীর সাফ জানিয়ে দেন, করোনার এই আবহে বকেয়া না মেটালে কোভিড মোকাবিলা করা অসম্ভব। আর এই বিষয়টিকে চিন্তাভাবনা স্তরে বেশিদিন না রেখে ব্যবস্থার পথে হাঁটে কেন্দ্র।

ওই ৫৩ হাজার কোটি টাকার বাইরেও রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে জিএসটি ক্ষতিপূরণ বাবদই ৪,১৫৩ কোটি টাকা পাবে। কেন্দ্র যেখানে করোনা মোকাবিলায় রাজ্যকে মাত্র ১২৫ কোটি টাকা দিয়েছে সেখানে রাজ্য সরকারের করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত ২৫,০০০ কোটি টাকা খরচ হয়েছে।

মমতা ব্যানার্জির কাছে এই হিসাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর এই হিসাবের পরে প্রধানমন্ত্রী নিজেও আর কিছু বলে উঠতে পারেননি। তবে বৈঠকের ঘন্টা খানেকের মধ্যেই কেন্দ্র সরকার বাংলার জন্য কোভিড মোকাবিলায় ৪১৭.৭৫ কোটি টাকা মঞ্জুর করেছে। পশ্চিমবঙ্গ বাসীর কাছে এক বড় পাওনা কেন্দ্রের কাছে।