জাতীয় পতাকার কেক কেটে নিজের জন্মদিন পালন , তুমুল বিতর্কে তৃণমূল নেত্রী !

0

সমাচার ডেস্কঃ- নিজের জন্মদিন পালনের জন্য জাতীয় পতাকার  কেক কেটে তুমুল বিতর্কে মালদহের তৃণমূল নেত্রী শেহনাজ কাদেরী । নিজ জন্মদিনের আদলে জাতীয় পতাকার এমন অবমাননা রাজনৈতিক মহলে বিতর্ক টেনেছেন । সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই তৃণমূল নেত্রীর সমালোচনার ঝড় শুরু হয় ।

গত শুক্রবার ১৫ আগস্টের দিনে নিজের জন্মদিন পালনের জন্য জাতীয় পতাকার আদলে তৈরি কেক কেটেন শেহনাজ কাদেরী । জাতীয় পতাকার কাঁটার দৃশ্য অনান্য উপস্থিত বর্গরা উপভোগ্য করেন এবং হাততালি দেন ‌। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য সমালোচনার হলেও এর কোনো প্রতিক্রিয়া দেননি শেহেনাজ কাদেরী ।

 

এই বিষয়ে জেলা প্রশাসকের মন্তব্য করেছেন , জাতীয় পতাকা কাঁটার এমন ঘটনা মটেও কাম্য নয় , এ অন্যায় , কেনো তৃণমূল নেত্রী শেহনাজ কাদেরী এমন করেছেন তা জানতে চাওয়া হবে । বিষয়ের তদন্ত হবে । 

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি মন্তব্য করেছেন , জাতীয় পতাকার এমন অবমাননা কাম্য নয় ‌। দোষী ও উপস্থিত বর্গকে হাততালি দেওয়া জন্য গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক  , এমনটি জানিয়েছেন বিজেপি মহল ।