ঝেড়ে কেশে দিয়েছে CBSE,ICSE! এই মুহূর্তে লক্ষ লক্ষ অভিভাবক ছাত্র-ছাত্রী আশঙ্কায় প্রহর গুনছে উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ নিয়ে

0

সিবিএসসি বোর্ড ঝেরে কেশে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে তাদের পরীক্ষার প্রাকমুহুর্তে এর যাবতীয় পরিকল্পনা। সুপ্রিম কোর্ট তাতে সায় দিয়েছে।

শুক্রবার শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, হয়ে যাওয়া পরীক্ষা ও অন্তবর্তীকালীন সমীক্ষার উপরে ভিত্তি করে বাকি পরীক্ষায় নম্বর দেওয়া হবে। কেন্দ্রের এই পরিকল্পনায় সায় দিয়েছে শীর্ষ আদালতও। ফলে এবার এভাবেই ফলাফল তৈরি করে জুলাইয়ের মাঝামাঝি প্রকাশ করা হবে। তবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এবং স্থগিত রাখার সিদ্ধান্ত যে বর্তমান করোনার প্রবল ভয়াবহতার মানুষের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তা মেনে নিয়েছে সিংহভাগ অভিভাবক ও শিক্ষার্থীরা।

আইসিএসসি বোর্ডও সিদ্ধান্ত নিয়েছে তাদেরও সব পরীক্ষা বাতিল করা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ড এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। ফলে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। কী হবে তাদের ভবিষ্যৎ, তা নিয়ে চিন্তিত অভিভাবক থেকে ছাত্র-ছাত্রী সকলেই