CBI জেরায় শেষ পর্যন্ত সারা ও ড্রাগস নিয়ে মুখ খুললেন সুশান্তের ড্রাইভার

0

সমাচার ডেস্ক: সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকে বলিউড এখন উত্তপ্ত। সুশান্তের মৃত্যুর মামলায় তার প্রেমিকা রিয়া কে এনসিবি জেরা করলে অভিযুক্ত সবকিছু শেয়ার করে তার সঙ্গে স্বীকার করে তার মাদকচক্রের কথা ,আর এর সঙ্গে কে কে জড়িত আছে তাদের নাম , শনিবার এনসিবি 6 জনকে গ্রেফতার করেছে যারা মাদক চক্র সঙ্গে যুক্ত।

 শরতের প্রেমের গল্প এর আগেও সংবাদমাধ্যমের হেডলাইনে উঠেছিল ৷ আর সেই প্রেমকাব্যকে ধরেই সিবিআই জানতে চেষ্টা করছে, সারা কতটা যুক্ত ছিলেন ড্রাগসের কারবারের সঙ্গে ৷ সেই কারণেই এবার সুশান্তের ড্রাইভারকে জেরা করল সিবিআই ৷ যে জেরা থেকে বেরিয়ে এল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ৷

সুসংবাদমাধ্যমকে জানিয়েছেন, সারা-র সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল সুশান্তের ৷ সারা ও সুশান্ত একসঙ্গে বহু সিনেমার প্রোমোশনে যেতেন এবং একই গাড়িতে ৷ তবে সারা কখনই সুশান্তের বাড়িতে আসেননি ৷ আর আমি কখনই ওদের ড্রাগস নিতে দেখিনি ৷ বরং আমি যতদিন কাজ করেছি, সুশান্ত খুবই ভালো লাইফস্টাইলে থাকতেন ৷

আরও জানান  ‘তাইল্যান্ড ট্রিপ থেকে ফিরে সারা ও সুশান্ত তেমন যোগাযোগ রাখেনি ৷ এমনকী, বিমানবন্দর থেকে সুশান্ত একাই গাড়িতে উঠেছিলেন’ ৷