কর্মবিমুখ পরিষেবা কে কর্মমুখর করতে যুগান্তকারী সিদ্ধান্ত বিএসএনএলের! শীঘ্রই জানুন

0

সমাচার ডেস্ক: এক এরপর এক মোবাইলের বেসরকারি কোম্পানি গুলো যখন অফার কে মানুষের ঘাড়ের বোঝা হিসেবে চাপিয়ে দিচ্ছে তখন বিএসএনএল নিয়ে এলো এক এমন সুবিধা যা পৌঁছে যাবে ঘরের প্রত্যেকটি কোনে । কিন্তু কিছু শর্তাবলী প্রযোজ্য রয়েছে এর মধ্যে। ওয়ার্ক@হোম প্ল্যানের অধীনে ২০শে জুন পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে বিএসএনএল। শুরুতে এক মাসের জন্য এই প্ল্যান লঞ্চ হলেও এবার প্ল্যানের বৈধতা বাড়ানো হয়েছে।

যে সব গ্রাহকের বিএসএনএল ল্যান্ডলাইন কানেকশন রয়েছে সেই সব গ্রাহক বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন পাবেন তবে এই মুহূর্তে যে ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে টেলি পরিষেবা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে একদিকে করোনার প্রভাব অন্যদিকে আম পানের বিধ্বংসী তাণ্ডব তার মাঝে কর্ম বিমুখ মানুষ কিভাবে কর্মমুখর হয়ে পড়বে তার ব্যবস্থা করছে বিএসএনএল।

ব্রডব্যান্ড কানেকশন নিলে ১০ এমবিপিএস পর্যন্ত স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে ৫জিবি ডেটা। এই ডেটা শেষ হলে স্পিড কমে ১ এমবিপিএস হবে।