ওয়েব ডেস্কঃ দাম্পত্য জীবন বলুন আর প্রেমিক প্রেমিকার ভালোবাসার সম্পর্ক বলুন, এরকম একটু আধটু মিষ্টি ঝগড়া তো হয়েই থাকে। উপকার আছে , ঝগড়ার শেষে দুজনেরই মনের টান বেড়ে যায়। তবে অনেক দম্পতি রয়েছেন যারা ঝগড়ার পর ইগো সমস্যায় ভোগেন। সম্পর্কের মধুরতা আগের মতো ফিরিয়ে আনতে পারেন না। তাই ঝগড়া করুন আর যাই করুন, মিষ্টি প্রেম ধরে রাখতে জেনে নিন কৌশলগুলো:
১. ভালোবাসার মানুষকে সরি বলুন । এতে সস্পর্কে মধুরতা বাড়বে ।
২. সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন । এতে করে আপনার সঙ্গী বুঝতে পারবেন আপনার কাছে আপনার সঙ্গীর গুরুত্ব অনেক বেশি।
৩. ছোট্ট একটি চিরকুট লিখুন ও আপনার সঙ্গীর মুখে ঠিকই হাসি ফুটবে ঝ।
৪. সারপ্রাইজ দিন সঙ্গীকে । এটি খুব সহজ একটু উপায় সঙ্গীর মুখে হাসি ফুটানোর।
৫. একটু ছাড় দিন । ঝগড়া তো দূরের কথা সামান্ন মনোমালিন্যও হয় না।
৬. নিজেকে ভাগ্যবান ভাবা । নিজের ভাগ্যকে খারাপ বলে নিজেকেই নিচু করার মধ্যে বীরত্ব নেই।
৭. একসাথে সময় কাটানো । এই সময়টুকু হেলায় পার করে দেয়ার পর দাম্পত্য জীবনে সুখ খোঁজা আপনারই ভুল।
৮. সম্পর্ক ধরে রাখুন। নিজের ভালোবাসা প্রকাশ করতে হবে।