গরুর কাছে থাকলে শ্বাসকষ্ট জনিত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়!

0

ওয়েব ডেস্ক:উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও ত্রিবেন্দ্র সিং রাওয়াত দাবি করেন , ‘গরুই একমাত্র প্রাণী যে অক্সিজেন গ্রহণ করার পাশাপাশি বাতাসে অক্সিজেন ত্যাগও করে’।

তিনি আরও বলেন, গরুর কাছে থাকলে শ্বাসকষ্ট জনিত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, গরুর যক্ষার মতো রোগও সেরে যায় বলে দাবি করেন তিনি।

যদিও মুখ্যমন্ত্রীর দফতরের এক কর্মকর্তা দাবি করেন,উত্তরাখণ্ডের মানুষরা যে যে ধ্যানধারণায় বিশ্বাসী তিনি কেবলমাত্র সেই তথ্যই তুলে ধরেছেন। কারণ তারা মনে করেন যে জীবন রক্ষার জন্য গরুই এক মাত্র প্রাণী যে অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে।