আজ দিল্লির এক সেনা অনুষ্ঠানে পাকিস্তানকে কটাক্ষ করে রাজনাথ বলেন, ভগবান করুক, এমন প্রতিবেশী কারও যেন না হয়। মঙ্গলবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা খারিজের পর কড়া হুঁশিয়ারির সঙ্গে উস্কানিমূলক বিবৃতি দিতে দেখা যায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। তিনি বলেন, আরও পুলওয়ামার মতো ঘটনা হতে পারে। তাঁর উস্কানিমূলক মন্তব্য, কাশ্মীরের মানুষের সঙ্গে অবিচার হচ্ছে। এই উস্কানিমূলক বিবৃতিকে নিয়েই রাজনাথ সিং কটাক্ষ করে বলেন, “আপনি বন্ধু পাল্টাতে পারেন। প্রতিবেশী বাছার ক্ষমতা আপনার হাতে নেই। ভগবান করুক, এমন প্রতিবেশী যেন কারও না হয়।”