আইপিএল কে ভুলে থাকার পরামর্শ দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ! দাদার গলায় করোনা সংকটের সুর

0

সমাচার ডেস্ক: দেশের পরিস্থিতি এখন প্রায় অনেকটাই সংকটের মুখে। সংকট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের। এর মধ্যেই আইপিএলের ঘণ্টা বাজার প্রায় সময় চলে এসেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে বোর্ড প্রেসিডেন্ট পরিষ্কার প্রায় জানিয়ে দিলেন যে আইপিএল এবার ভুলে থাকাই ভালো।

ইংরেজি মাধ্যমের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তার এমন ধারণা উঠে আসে। করোনা এর থাবা থেকে মুক্তি পেতে সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রায় দৌড়ে বেড়াচ্ছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এছাড়াও দাদা জানিয়েছেন এই মুহূর্তে দেশজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য এয়ারপোর্ট বন্ধ, সমস্ত স্কুল, কলেজ, অফিস, বাজার বন্ধ। এমন পরিস্থিতিতে আইপিএল ভুলে যাওয়া উচিৎ।

দাদার এই বক্তব্যে থেকেই মোটামুটি ভাবে নিশ্চিত যে এবার আইপিএল না হওয়ার সম্ভাবনাই বেশি। সোমবার অর্থাৎ আজকে আইপিএল নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোর্ডের কার্যকরী কমিটির একটি বৈঠক হবে, সেই বৈঠকেই কার্যত আইপিএলের ভবিষ্যৎ ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে যে প্রায় পুরোপুরি আইপিএল বাতিলের দিকেই যাচ্ছে তা অনেকটা ধরে নেওয়া যেতে পারে বলছে ক্রিকেট বিশেষজ্ঞ মহল।