ভালোবাসার দিন নয় ভারতবাসীর কাছে কালো দিবস! আজকের দিনেই শহীদ হয়েছিলেন ৪০ জন জওয়ান

0

সমাচার ডেস্কঃ আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এই ভালোবাসার দিনটি তবে ভারতের জন্য এই দিনটি কোনো ভালোবাসার দিন নয় ।২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মুর শ্রীনগর জাতীয় মহাসড়কে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়িকে জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলওয়ামা জেলার লেথপোরায় (আবন্তিপোরারের কাছে) স্করপিও গাড়ি দ্বারা আত্মঘাতী বোমা হামলা করে সন্ত্রাসবাদীরা।

এই হামলার ফলে ৪০ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) কর্মীর এবং আক্রমণকারীর মৃত্যু ঘটে। এই হামলার দায় পাকিস্তান-ভিত্তিক ইসলামী জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ স্বীকার করেছে।প্রাথমিক অনুসন্ধানের সুপারিশ অনুসারে গাড়ীতে ৩০০ কিলোগ্রাম (৬৬০ পাউন্ড) বিস্ফোরক, সহ ৮০ কিলোগ্রাম (১৮০ পাউন্ড) আরডিএক্স ছিল, যা একটি উচ্চ বিস্ফোরক।

সেদিন জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের দিয়ে প্রায় ২৫০০ কর্মী নিয়ে ৭৮ টি বাসে সিআরপিএফের কাফেলাটি যাচ্ছিল, সেই সময় রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি CRPF দের চলমান গাড়িতে ধাক্কা মারে।

তবে এই ঘটনার পর চুপ ছিল ভারত সরকার ও ভারতীয় সেনাবাহিনী,এই ঘটনার ১২ দিন পরে (২৬ শে ফেব্রুয়ারি) ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসী সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এর ঘাঁটিগুলিতে বিমান হামলা চালায়।এই হামলায় খতম হয় প্রায় ৩০০ জন সন্ত্রাসী।