
ওয়েব ডেস্ক: কাশ্মীরি মেয়েদের বিয়ে করা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি বিধায়ক। এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কাশ্মীরি মেয়েদের বাড়ির বউ করে আনতে সুবিধা হবে বলে মন্তব্য করে তিনি।গতকাল শুক্রবার হরিয়ানার ফতেহাবাদে ‘মেয়ে বাঁচাও’ কর্মসূচিতে খট্টর এই মন্তব্য করে বসেন
এর আগে বিজেপির বিধায়ক বলেন, অবিবাহিত বিজেপি কর্মীদের প্রতি সুন্দরী কাশ্মিরী কন্যাদের বিয়ে করা ও সেখানে জমি কেনার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজেপির এই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ওপি ধানকড় বলেন যে তিনি বিহার থেকে বউ নিয়ে আসবেন। আর আজকাল সবাই বলছে কাশ্মীরের রাস্তা ফাঁকা হয়েছে। এবার আমরা কাশ্মীর থেকে মেয়ে নিয়ে আসতে পারব।’