অবসরের দিনেই নতুন চাকরি পেলেন বিপিন রাওয়াত

0

ওয়েব ডেস্ক: সেনার তিন বাহিনীর কাজে সমন্বয়ের দায়িত্বে থাকবেন রাওয়াত। তবে, নিরাপত্তা বাহিনীকে কোনও নির্দেশ দিতে পারবেন না তিনি।বিপিন রাওয়াত।দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ বা সিডিএস হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তাঁর অবসরের একদিন আগেই প্রতিরক্ষামন্ত্রকের সেনা বিষয়ক পদের প্রধান হিসাবে রাওতের নাম ঘোষণা করে কেন্দ্র। সেনার তিন বাহিনীর কাজে সমন্বয়ের দায়িত্বে থাকবেন তিনি। তবে, নিরাপত্তা বাহিনীকে কোনও নির্দেশ তিনি দিতে পারবেন না।

মঙ্গলবার থেকেই নতুন দায়িত্বে যোগ দেবেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। সোমবার জানানো হয়, পুনরায় নির্দেশ না আসা পর্যন্ত রাওয়াত তাঁর কাজ চালিয়ে যাবেন। সেনাবাহিনীতে অবসরের বয়স ৬২ বছর। কেন্দ্র সম্প্রতি জানিয়েছে চিফ অব ডিফেন্স স্টাফের বয়স হবে ৬৫ বছর। সেই অনুশারে, আগামী তিন বছর তিন মাস সিডিএসের দায়িত্বে থাকবেন রাওয়াত। ২০২৩ সালের মার্চে তিনি দায়িত্ব থেকে অব্যহতি পাবেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর ভারতের সেনা প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিপিন রাওয়াত। তাঁর নিয়োগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। অভিযোগ ছিল, দু’জন সিনিয়র কর্মকর্তাকে টপকে এই নিয়োগ দেওয়া হয়েছিল রাওয়াতকে।