Big Update : বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টিপাত! ঘনঘোর বর্ষার দিল আবহাওয়া দপ্তর

0

সমাচার ডেস্ক: ইতিমধ্যেই বর্ষা ঢুকে গেছে রাজ্যের বিভিন্ন জেলায় কখনো ভারী বৃষ্টি কখনো মাঝারি কখনোবা অতিবৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ এর ঝলকানি চলছে এবার সপ্তাহ পর বৃষ্টির কথা জানালেন আবহাওয়া দপ্তর। অসম, ত্রিপুরা ও মণিপুরের একাংশে ঢুকেছে।

মধ্য-আরব সাগর, গোয়া, কোঙ্কন, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, রায়লসিমা, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্বের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মোসুমী বায়ু ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে। ফলে দক্ষিণের পাঁচ রাজ্য প্রবল বৃষ্টিতে ভাসার সম্ভাবনা রয়েছে।

তবে গত দুদিনে বৃষ্টির পরিমাণ যে পরিমাণ ছিল তা বর্ষার আগমনী বার্তা পরিষ্কার করে দিল।আজ রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুতসহ ঝড়ের সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।