Big Update: আইসিসি 20-20 বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত!

0

সমাচার ডেস্ক: আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। করোনার প্রভাব এখন দেশ-বিদেশের সর্বত্র। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে এখনই হিমশিম খাচ্ছে সর্বময় কর্তা রা।আইসিসি এখন টি-২০ বিশ্বকাপ নিয়ে সম্পূর্ণভাবে পরিস্থিতি দেখে পদক্ষেপ নিতে চায়। আইসিসি এটা নিয়ে নিজেদের বয়ানও প্রকাশ করেছে।, “বর্তমান করোনা ভাইরাসের জবাবে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২০ স্থানীয় আয়োজন কমিটির সঙ্গে সম্পর্কিত আধিকারিকদের সঙ্গে পরিস্থিতির সূক্ষ্মভাবে দেখভাল করছে আর আগেও এটা করতে থাকবে”।

অন্যদিকে আয়োজন করতে চলা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কার্যকরি অফিসার কেভিন রবার্টস তিনি যথেষ্ট সতর্ক হয়েছেন এই সময় তিনি এখনই কোনো সিদ্ধান্তে যেতে রাজি নয়। তিনি বলেছেন যে, “আমরা বাস্তবে আশা করছি যে খেলার সমস্ত ফর্ম্যাটকে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসে আবারো খেলা যেতে পারে। আমাদের মধ্যে কেউই এই পরিস্থিতিতে স্পষ্টভাবে বিশেষজ্ঞ নয়। এই কারণে আমাদের আশা রয়েছে যে আমরা অক্টোবর আর নভেম্বরে ভীষণই স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসব তখন পুরুষদের টি-২০ বিশ্বকাপ খেলা হবে”।