বড় সাফল্যঃ BJP নেতা ওয়াসিম বারির হত্যাকারী  পাকিস্তানি জঙ্গিকে ঝাঝড়া করল ভারতীয় সেনা

0

সমাচার ডেস্ক: সীমান্ত সন্ত্রাস পাকিস্তানের এখন প্রায় দৈনন্দিন জীবনযাত্রা একটা অঙ্গ হয়ে পড়েছে । একদিকে পাকিস্তান যেমন চীনের ক্রীতদাসে পরিণত হয়েছে। আবার নিজের দেশে আতংবাদি দের স্থান দিয়ে দেশটাকে বিক্রি করে দিয়েছে বলা চলে।

কারণ সৌদি আরবও এখন তাকে লোন দিতে চাইছে না। কারণ বিগত দিনের টাকা এখনো শোধ করে উঠতে পারেনি প্রায় ভিখারি অবস্থায় চলে যাওয়া ইমরান খান। এর মাঝেই তারা ভারতের বিভিন্ন জায়গায় জঙ্গি সন্ত্রাস চালানোর কার্যকারিতা জারি রেখেছে।

যার ফলাফল এবার হাতে হাতে ভুগতে হলো তাদের। বিজেপি নেতা ওয়াসিম বারির হত্যাকারী লস্করের কম্যান্ডারকে জম্মু কাশ্মীরের বারামুলা জেলায় একটি অভিযানে ভারতীয় সেনার জওয়ানরা নিকেশ করেছে। ভারতীয় সেনার এই সাফল্যে গর্বিত ভারতবাসী।

বহুদিন ধরে ক্ষোভ উগরে দিচ্ছিল সেনাবাহিনীর জবানরা। এবার জঙ্গি দমন করতে পেরে তারা খুব খুশি। এক আধিকারিক জানান,-” সোমবার CRPF এর দুই জওয়ান আর জম্মু কাশ্মীর পুলিশের এক জওয়ান জঙ্গি হামলায় শহীদ হওয়ার পর জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি চালানো শুরু হয়। এই অভিযানে গতকাল দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। আর আজ এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে।”