সমাচার ডেস্ক: কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ,দোষীদের শাস্তির দাবিতে উত্তাল কালিয়াগঞ্জ। পরিস্থিতি সামলাতে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ থানার সাহেবঘাটায়, সূত্রের খবর অনুযায়ী,ওই কিশোরীর সঙ্গে এলাকারই এক যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে।
গতকাল (বৃহস্পতিবার) বিকাল থেকে কিশোরীর খোঁজ পাওয়া যাচ্ছিল না,পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত আজ সকালে (শুক্রবার) সকালে বাড়ির একটি পুকুরে ওই কিশোরীর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
টায়ার জ্বালিয়ে সাহেবঘাটা-দুর্গাপুর রোড অবরোধ করেন স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে জনতার। পুলিশ পাল্টা ইট-পাটকেল ছোড়ে বলে অভিযোগ। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসও চালানো হয়। দুপক্ষের বেশ কয়েকজন জখম হন।