বড় খবরঃ খুব শীঘ্রই শুরু হতে পারে ট্রেন পরিষেবা

0

রাজীব ঘোষঃ- শুরু হতে পারে ট্রেন পরিষেবা। বাস, ট্রাম এর পর লোকাল ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানা গিয়েছে। আনলক ১ শুরু হওয়ার পরে প্রায় সমস্ত অফিস, কাছারি, শপিংমল, কারখানা, রেস্তোরাঁ, হোটেল সহ সমস্ত ক্ষেত্র খুলে গিয়েছে। ফলে সেই সমস্ত ক্ষেত্রের কর্মীদের কাজ করার জন্য জেলা থেকে কলকাতায় আসতে গিয়ে একমাত্র বাসের উপরেই নির্ভর করতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে বাস না থাকার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। লোকাল ট্রেন, মেট্রো বন্ধ হয়ে রয়েছে।

ফলে প্রতিদিন বাসের জন্য দীর্ঘক্ষণ স্টপেজে দাঁড়িয়ে থেকে যাত্রীরা এই সমস্যার মধ্যে পড়েছেন। সেই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালু করার বিষয়ে প্রস্তুতি শুরু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাওড়া ডিভিশন এর লোকাল ট্রেন পরিষেবা কিভাবে চালু করা যায়, সেই বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। দশ দিনের মধ্যে পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

তবে লোকাল ট্রেন চালু করা হলেও বেশ কিছু নিয়মে বদল আনতে চলেছে রেল। স্টেশনে ঢোকা এবং বেরোনোর মুখে থার্মাল স্ক্যানিং করা হবে। দূরত্ব বিধি মেনে চলতে হবে প্রত্যেককে। পাশাপাশি, অন্যান্য যে সমস্ত নিয়মবিধি রয়েছে সেগুলি ও মানতে হবে। অফিস টাইমে লোকাল ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়। সেই দিকটিও গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। তবে ফের লকডাউন হতে পারে বলে যে খবর পাওয়া যাচ্ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেই ধরনের খবর উড়িয়ে দেওয়া হয়েছে। সংক্রমিত এলাকায় আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

তবে শহর বা রাজ্য অচল করা হবে না। এই পরিস্থিতিতে ট্রেন চালু হলে জেলা থেকে যে সমস্ত মানুষেরা কলকাতা আসেন তাদের সমস্যা সমাধান হতে পারে। পাশাপাশি, মেট্রো বর্তমানে বন্ধ রয়েছে। তবে মেট্রো রেলের সিগন্যাল ব্যবস্থা, রেকের সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। মেট্রো রেল বোর্ডের অধীনে। পূর্ব রেলের এক কর্তার কথায়, রেল সব সময় প্রস্তুত রয়েছে।

প্রাথমিক পর্যায়ে হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল শুরু হতে পারে। তারপরে শিয়ালদহ ডিভিশন সহ অন্যান্য ডিভিশনে ও ট্রেন চলাচল শুরু করা হবে। রেল মন্ত্রকের নির্দেশ পেলেই সেটা চালু করা হবে। এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। তবে ট্রেন চালু হলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন যাত্রীরা।