সমাচার ডেস্ক: করোনার তৃতীয় ঢেউয়ের দিকে দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। ইতিমধ্যে দেশজুড়ে ১৮ উর্ধ্ব সমস্ত জনগণের টিকাকরণ প্রক্রিয়া চলছে। এবার থেকে শুরু হচ্ছে শিশুদের। সংবাদসংস্থা ANI জানিয়েছেন,২-১৮ বছর বয়সিদের জন্য টিকা আনল ভারত বায়োটেক।
বিশেষজ্ঞদের মতে তৃতীয় টিও আসলে বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হতে পারে।তাই জরুরি ভিত্তিতে ২-১৮ বছর বয়সিদের টিকাকরণের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। তবে আপনাদের জানিয়ে রাখি এখন স্বাস্থ্যমন্ত্রকের ছাড়পত্র পাওয়া বাকি রয়েছে।
Subject Expert Committee (SEC) has given a recommendation to DCGI (Drugs Controller General of India) for the use of BharatBiotech’s Covaxin for 2-18 year olds: Official sources
— ANI (@ANI) October 12, 2021
বেশ কয়েক মাস ধরে শিশু-কিশোরদের জন্য পরীক্ষামূলক ট্রায়াল চালিয়েছিলেন হায়দ্রাবাদের এই সংস্থাটি। চলতি বছরের সেপ্টেম্বরে ই এপ্রিল এর ফলাফল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার হাতে তুলে দেয় এই সংস্থা। তবে এই ভ্যাকসিন এর দুটি ডোজ ২০ দিনের ব্যাবধান নিতে পারবে।