সমাচার ডেস্ক: প্রথম থেকে করোনা যুদ্ধের সাথে লড়াই করছে ভারত অন্যদিকে পাকিস্তানের অনুপ্রবেশ কারীদের বিরুদ্ধে। তার ওপর রয়েছে ভারত চীন সম্পর্কে সীমান্ত ঘিরে উত্তাপ। এর মাঝে আরও এক বড় খবর। প্রসঙ্গত উল্লেখ্য তহব্বুর রানাকে মুম্বাই ২৬/১১ হামলার ষড়যন্ত্র করার জন্য ২০০৯ সালে গ্রেফতার করা হয়েছিল।
লস্করের ১০ জঙ্গি জঙ্গির তরফ থেকে করা হামলায় আমেরিকার নাগরিক সমেত ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। পুলিশ নয়জন জঙ্গিকে তখনই খতম করে আর জীবন্ত গ্রেফতার করা জঙ্গি আজমল কাসভকে পরে ফাঁসি দেওয়া হয়। রানাকে ২০১৩ সালে ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল।
আর এবার ভারতে প্রত্যর্পণ করে কিনা সে বিষয়ে নজর রাখছে ভারত সরকার।রানাকে এবার আমেরিকার লস অ্যাঞ্জেলস শহর থেকে গ্রেফতার করা হয়েছে। আর এবার তাঁকে ভারতে পাঠানো হতে পারে। মুম্বাই সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানের তহব্বুর রানা আপাতত ক্যানাডার বাসিন্দা আর তাঁর বিরুদ্ধে ভারতে প্রত্যর্পণের মামলা করা হয়েছে।