BIG Breaking: করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় ! বিকট অবস্থায় ভর্তি নার্সিং হোমে !

0

টলিপাড়াঃ- করোনায় আক্রান্ত বাংলার বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । শ্বাসকষ্টের জেরেই করোনা পরিক্ষা করা হয় , যার কোভিড রিপোর্ট গতকাল পজিটিভ এসেছে । ইতিমধ্যেই শহরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে অভিনেতাকে । চিকিৎসক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্বাস্থ্য আশঙ্কা প্রকাশ করেছেন ‌ , কারণ , তিনি সিওপিডি , নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন । দির্ঘ্য দিন ধরে হয়ে আসা শ্বাসকষ্ট করোনা হওয়ায় চিন্তায় বিষয় হয়ে দাঁড়িয়েছে । এর জেরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

টলিপাড়ায় করোনা সংক্রমণ যেন থামছেই না । একের পর পর অভিনেতা , অভিনেত্রী সহ সহ-পরিবার করোনা আক্রান্তের ঘটনা ঘটে চলেছে । মল্লিক সহ পরিবার করোনায় আক্রান্ত হন , করোনায় মৃত্যু হয় রাজ চক্রবর্তীর বাবার । এছাড়াও টিভি তারকাদের মধ্যে করোনা আক্রান্ত খবর সামনে আসে । অনেকেই সুস্থ হয়েছেন ‌‌। এবার বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা সংক্রমণ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে , বেশি বয়স তথা আগে থেকে চলে আসা শ্বাসকষ্টের সমস্যা অনেকটা চিন্তার বিষয়  চিকিৎসকের কাছে ।