বিগ ব্রেকিংঃ বদলে গেল এস বি আই এর এটিএম এ টাকা তোলার নিয়ম; সাথে অবশ্যই নিয়ে যেতে হবে..

0

ওয়েব ডেস্ক: নতুন বছরে নতুন নিয়ম। বদলে গেল এস বি আই এর টাকা তোলার ক্ষেত্রে যাবতীয় নিয়ম। এটিএম জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল এস বি আই। মোবাইলে যাবে ওটিপি টাকা তুলতে গেলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে চার সংখ্যার ওটিপি যাবে। সঙ্গে সঙ্গেই ওই ওটিপি ব্যবহার করতে হবে। কয়েক মুহূর্ত পরেই ওই ওটিপি বাতিল হয়ে যাবে। একটি লেনদেনের জন্যই আসবে ওটিপি। সেটিতেই শুধু ব্যবহার করা যাবে। ওই ওটিপি দ্বিতীয়বার কাজ করবে না। এই পদক্ষেপ নিলেই অনেকটাই জালিয়াতির যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

এবার থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলতে ব্যবহার করতে হবে ওটিপি। রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে ১০ হাজারের বেশি টাকা এটিএম থেকে তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবহার করতে হবে।