সমাচার ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে বড়সড় রদবদল হতে চলেছে। খবর আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভায় পরিবর্তন আনতে চলেছেন। ৩-৪ জন নতুন মন্ত্রী তার সরকারে যোগ দিতে পারেন। একইসঙ্গে প্রায় ৫০ জন মন্ত্রীকে সংগঠনে পাঠানো হতে পারে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আলোড়ন বাড়িয়েছেন বাংলার রাজনৈতিক মহলে, বিশেষ করে কলকাতায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই সময়ে তিনি অনেক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। মন্ত্রী ছাড়া অনেক দপ্তর কাজ করছে, সব দায়িত্ব পালন করতে পারছি না, তাই পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের খবর ভাইরাল হচ্ছে। এই মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য যে পরিকল্পনা করা হয়েছে, সিএম মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাংলা সরকারে প্রায় ৪ থেকে ৫ নতুন মুখের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নতুন মুখদের মধ্যে কারা থাকবেন তা নিয়েও জল্পনা চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তার মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন। একই বৈঠকে মন্ত্রিসভা পরিবর্তনেরও অনুমোদন দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভায় পুরোপুরি পরিবর্তন হবে না। যেমনটি কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে (ডব্লিউবিএসএসসি স্ক্যাম) ইডির অভিযানের পর জেলে রয়েছেন মমতা সরকারের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি। একই সময়ে তার মন্ত্রিসভার আরেক প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখার্জি মারা গেছেন। মমতার মতে, যাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তাদের দলের সংগঠনের জন্য কাজ করার জন্য সমন্বয় করা হবে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে ৭টি নতুন জেলা তৈরির ঘোষণাও দিয়েছেন মমতা। এর মধ্যে থাকবে সুন্দরবন, ইছমেটি, রানাঘাট, বিষ্ণুপুর, জঙ্গিপুর, বেহরামপুর এবং বসিরহাট। এই জেলাগুলি যুক্ত হওয়ার পরে, বাংলায় মোট জেলার সংখ্যা এখন ৩০ হবে।