বুধবার রাম মন্দিরের ভূমিপুজা,২৮ বছরের উপবাস ভাঙবেন ৮১ বছরের উর্মিলা

0

সমাচার ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই রাম মন্দিরের ভূমিপুজোয় হবে স্বপ্নপূরণ ভারতীয়দের।ভগবান রাম সমগ্র জাতির বিশ্বাসের কেন্দ্র এবং তাঁর মন্দির সম্পর্কে সাধারণ মানুষের অনুভূতি কারও কাছ থেকে গোপন নয় বুধবার (৫ ই আগস্ট, ২০২০) রাম মন্দিরের ভূমিপুজেনের সাথে এর ভিত্তি স্থাপন করা হবে এবং এর নির্মাণকাজ শুরু হবে।

৮১ বছর বয়সী উর্মিলা চতুর্বেদী গত ২৮ বছর আগে শপথ নিয়েছিলেন যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু না হওয়া পর্যন্ত তিনি খাবার খান না।

এবার উর্মিলা চতুর্বেদী যে নিজের আলাদা লড়াইয়ে লড়াই করেছিলেন এবং তাদের বিশ্বাসে তাদের পূর্ণ বিশ্বাস ছিল।২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের পরে তিনি স্বস্তি পেয়েছিলেন ।

গত ২৮ বছর ফলাহার করে কাটিয়েছেন তিনি। অযোধ্যায় রাম মন্দির হলে ফের চাল গ্রহণ করবেন।এটাই মানত করূ উর্মিলা চতুর্বেদী। আগামী কাল (বুধবার) বাস্তবায়িত হতে চলেছে উর্মিলা ও তাঁর মতো কোটি কোটি ভক্তের মনের আশা।