“লাগ যা গালে”,খালি গলায় লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বাঙালি কন্যা অরুনিতা(ভিডিও)

0

সমাচার ডেস্ক: একাধিক ভাষায় সুন্দর সুন্দর গান উপহার দিয়ে গিয়েছেন লতা মঙ্গেশকর।৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার ইন্ডিয়ান আইডল সিজন ১২ এর অরুনিতা লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছেন।তার গান শুনে মন ছুঁয়ে যায় দর্শকদের।বঙ্গকন‍্যা প্রথম না হওয়ায় অনেকেই দুঃখ পেয়েছিলেন কিন্তু গায়িকার বিন্দুমাত্র আফসোস নেই এই বিষয়ে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এর আগেও গান গেয়ে ভাইরাল হয়েছে অরুনিতা। নেটিজেনদের চোঁখের মনি হয়ে উঠেছেন তিনি। অরুনিতা কাঞ্জিলাল নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি গানের ভিডিও পোস্ট করেছেন , লতা মঙ্গেশকরের “লাগ যা গালে” গায়তে দেখা যায় তাকে। কোনোরকম বাদ‍্যযন্ত্র ছাড়াই খালি গলায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে দিয়েছেন অরুনিতা।

অরুনিতা ইন্ডিয়ান আইডল ১২’-র ট্রফি নিজের নামে না করতে পারলেও দর্শকদের মনে নিজের জায়গা করে নিতে পেরেছে। ইন্ডিয়ান আইডল ১২’ এর গ্র্যান্ড ফাইনালের দিন অরুনিতা ও বিচারক কুমার শানু একই সুরে গান গেয়েছেন ‘বাজীগর মে বাজীগর’।তাদের দুজনের পারফরম্যান্স এ মঞ্চে উত্তেজনার সৃষ্টি হয়েছিলো।