চলতি মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বাংলার অভিনেত্রী মৌনি রায়,পাত্রটি কে?

0

সমাচার ডেস্ক: এবার বিয়ের মন্ডপে বসতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মৌনি রায়। ইতিমধ্যেই তাঁর বিয়ের তারিখ ও ভেন্যু প্রকাশ করা হয়েছে।মিডিয়া রিপোর্ট অনুসারে, অভিনেত্রী মৌনি রায় ২৭ জানুয়ারি দুবাইতে বসবাসকারী তার প্রেমিক সুরজ নাম্বিয়ারের সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন।এ বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, মৌনি রায় এবং তার ব্যবসায়ী প্রেমিক সুরজ নাম্বিয়ারের বিয়ে হবে গোয়ায়।যেটিতে শুধু কিছু কাছের মানুষ জড়িত থাকবে। কয়েকজন অতিথির নামও উঠে এসেছে।  গোয়ার পাঁচতারা হোটেলে বিয়ে হবে দুজনের।  আগামী ২৮ জানুয়ারি বিয়ের অনুষ্ঠান চলবে।

ইতিমধ্যেই অনুষ্ঠানের সূচিপত্র প্রকাশ করা হয়েছে, ২৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে প্রাক-বিবাহ এবং ২৭ জানুয়ারী একটি সৈকত বিবাহ হবে৷  প্রতিবেদনে বলা হয়েছে, মৌনি রায় দক্ষিণ গোয়ায় একটি পুরো পাঁচ তারকা হোটেল বুক করেছেন।  প্রস্তুতি চলছে পুরোদমে।