BeChatur: এক ক্লিকে এবার আপনার পছন্দের T-shirt মিলবে, ভালোবাসার আরেক নাম BeChatur

0

সমাচার ডেস্ক:এখন প্রতিটি দিন হবে আরও রঙ্গিন,মজার,বর্তমান এই Startup জামানায় দিন দিন সহজ হয়ে যাচ্ছে মানুষের জীবনযাপনের পদ্ধতি। মোবাইলের একটা ছোট ক্লিকে বাড়িতে বসেই খুব সহজেই পাওয়া যায় আপনার পছন্দের সব কিছু। এবার ১০০ শতাংশ ভারতীয় পন্য নিয়ে হাজির হয়েছে বিচতুর (BeChatur), এটি একটি D2C(Direct To Consumer) Clothing brand এর Headquarters পশ্চিমবঙ্গে রয়েছে।

আমার বেশ অনলাইন সাইট থেকে T-shirt কিনে থাকি তবে এবার বঙ্গবাসীর জন হাজির হয়েছে BeChatur.in এখানে Bangla Graphic Printed T-shirt থেকে শুরু করে নিজের Customized Tshirt অডার করতে পারেন। রয়েছে COD (Cash On Delivery) ,তবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে Flat 10% Discount। এমনকি দেশজুড়ে বিনামূল্যে Product Ship করা হয়। BeChatur.in কে তিন জন তরুণ মিলে এই Startup টি শুরু করেছে,Saroj Roy (Founder), Chanchal Paul (Co-founder) ,Himangshu Barman (Co-founder)।

BeChatur কর্তৃপক্ষ জানিয়েছেন, BeChatur প্রতিটি বাঙালির ইমোশনকে ছুবে, নতুন করে নিজের ভাষাকে ভালোবাসাতে সেখাবে,আমার প্রতিনিয়ত নতুন কিছু চেস্টা করা থাকি ,এর ফলে আমাদের গ্রাহকরা পায় একটা সুন্দর পরিসেবা ।

এই মুহূর্তে আমারা শুধু Bangla Graphic Printed T-shirt উপর কাজ করছি ।পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম থেকে শহরে পৌঁছে যাবে আমাদের Tshirt, এর পর ধীরে ধীরে সারা দেশ জুড়ে Product Shiping শুরু করবো। আমাদের একটাই লক্ষ্য কম দামে ভালো Product দেওয়া। BeChatur কে ভারতের সেরা D2C Clothing brand হিসেবে পরিচিত করা ।

Visit : https://www.Bechatur.in