ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য আজ বৃহস্পতিবার দল ঘোষণা দিলেন বিসিসিআই। আগামী ৬ ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত চলবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ৷ দলের মধ্যে রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীষ পান্ডে, ঋষভ পান্থ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুযুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার৷
একদিনের ম্যাচের দলে থাকবেনবিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীষ পান্ডে, ঋষভ পান্থ, শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুযুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ সামি ও ভুবনেশ্বর কুমার৷
ALERT🚨: #TeamIndia for the upcoming @Paytm series against West Indies announced. #INDvWI pic.twitter.com/7RJLc4MDB1
— BCCI (@BCCI) November 21, 2019