সমাচার ডেস্ক : ৬৯ বছর বয়সে চলে গেলেন গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মঙ্গলবার রাতে হঠাৎ করেই বাপ্পি লাহিড়ীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন।
আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ী। গত বছর থেকে তাকে হাসপাতালে ঘুরতে হয়েছে।গত বছর, তাঁর যখন করোনার হালকা লক্ষণ দেখিয়েছিলেন, তখনও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
বাপ্পি দা-র আসল নাম অলোকেশ লাহিড়ী।তিনি ৭০-৮০ এর দশকে বলিউডে একাধিক আইকনিক গান উপহার দিয়েছেন।মিঠুন চক্রবর্তীর আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার গানটি এখনও মানুষের মনে আছে, বাপ্পী দা যার কণ্ঠে এই গানটি ঘরে ঘরে জনপ্রিয় হয়েছিল। এমনকি বাপ্পি দাকে ডিস্কো কিং নামে পরিচিত ছিল।