সমাচার ডেস্ক: সাপ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে স্নেক সেভারের।নাম বঙ্কিম স্বর্ণকার (৩০)। বাড়ি মালদার ইংরেজবাজার থানার শোভানগরের।করো বাড়িতে বিষধর সাপ দেখা গেলে প্রথমেই ডাক পড়তো বঙ্কিমের।তারপর সে সাপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিতেন বঙ্কিম।
অন্যদিনের মত ঠিক মঙ্গলবারও পুখুরিয়া এলাকায় বিষধর সাপ ধরতে যায় বঙ্কিম । সূত্রের খবর অনুযায়ী সেখানেই সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয় তাঁ পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয় । সেখানেই মৃত্যু হয় তাঁর।
মালদা জেলার বাড়িতে বিষধর সাপ দেখা গেলে প্রথমেই ফোন যেত মালদার ইংরেজবাজার থানার শোভানগরের বঙ্কিম স্বর্ণকার কাছে।ফোন পেয়ে হাতে স্টিক নিয়ে সাপ ধরতে ঘটনাস্থানে পৌঁছে যেতেন তিনি।
সাপ ধরা থেকে সাপ ছেড়ে দেওয়া সমস্ত ভিডিও তিনি আপলোড করতেন তার নিজের ইউটিউব চ্যানেলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। সমাজে সাপকে নিয়ে সচেতন মূলক বার্তা দিতেন এবং কুসংস্কার থেকে দূরে থাকার জন্য বারবার অনুরোধ করতেন । কিন্তু হঠাৎ করে থেমে গেল তার জীবনের পথ চলা।