বিধানসভার বাদল অধিবেশন স্থগিত

0

রাজীব ঘোষ:- করোনা পরিস্থিতির জন্য বিধানসভার বাদল অধিবেশন অনিশ্চিত হয়ে পড়েছে। রাজ্য বিধানসভার বাদল অধিবেশন কিভাবে বসানো যেতে পারে, কি পদ্ধতিতে অধিবেশন করা যেতে পারে, সেই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি। বাদল অধিবেশন নাহলে বিধানসভার বেশকিছু গুরুত্বপূর্ণ বিল আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এই বিষয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, করোনার এখন যা পরিস্থিতি তাতে বাদল অধিবেশন করা সম্ভব নয়। যখন বিধানসভার বাদল অধিবেশন নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন সমস্ত বিধায়করা, ঠিক সেইসময় উচ্চমাধ্যমিকের স্থগিত পরীক্ষার দিন ঘোষণা করেছে সরকার। সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

অন্যদিকে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্স শুরু হচ্ছে আজ থেকে। সেই দিকে দেশবাসীর নজর রয়েছে। সংসদ সহ অন্যান্য রাজ্যের বিধানসভা গুলির অধিবেশন কিভাবে শুরু করা হচ্ছে সেই দিকে নজর রয়েছে বাংলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কি সিদ্ধান্ত জানাতে পারেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দের বৈঠকের পরেই রাজ্য বিধানসভার বাদল অধিবেশন নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে।